অংশগ্রহণ করুন

Affordable Housing Bangladesh

এইচবিআরসি দেশের আপামর জনসাধারণের বিশেষ করে সমাজের নিম্ন আয়ের জনগোষ্ঠীর আবাসনকে অগ্রাধিকার প্রদান করে গৃহায়ন ও ভবন নির্মাণ বিষয়ক গবেষনায় নিয়োজিত প্রতিষ্ঠান। 

প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক প্রকৌশলী মোঃ আবু সাদেক এর নেতৃত্বে বেশ কিছু গবেষণালব্দ উদ্ভাবন দেশের আর্থ-সামাজিক ও টেকসই উন্নয়নে কার্যকর অবদান রাখছে। দুর্যোগপ্রবন আমাদের এই দেশের বাড়ি-ঘর পর্যবেক্ষণ করে দেখা যায়, নির্মাণ উপকরণ ও প্রযুক্তির ব্যবহার বিবেচনায় শতকরা ৮০ ভাগের অধিক জনসংখ‍্যা এখনো অস্থায়ী ছাদের নিচে বসবাস করে থাকে।  

পরিবেশ সুরক্ষা ও খাদ‍্য নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে সরকার দেশের কৃষি জমিতে বাসস্থান নির্মাণের জন‍্য ব‍্যবহার না করা এবং নির্মাণ উপকরন তৈরিতে কৃষি জমির উপরিভাগের মাটির ব‍্যবহার বন্ধ করার লক্ষ‍্যে ইটের পরিবর্তে বিকল্প নির্মাণ সামগ্রী ব্যবহারের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। 

এই সকল কর্ম পরিকল্পনা ও অস্থায়ী বাড়িঘরের পরিবর্তে উদ্ভাবিত বিকল্প নির্মাণ সামগ্রী ও প্রযুক্তির ব্যবহারে টেকসই আবাসনকে নিম্ন আয়ের জনগোষ্টির ক্রয়-ক্ষমতার মধ‍্যে আনয়নের কৌশল প্রচার ও প্রসারের লক্ষ্যে এই কর্মশালার আয়োজন করা হয়েছে।  

500.00৳ 

স্পিকার

Engr. Mohammad Abu Sadeque, PEng

Executive Director
HBRC

Mr. Mohammad Abu Sadeque is a Civil Engineer, founder member, former vice-president, and
present Secretary General of Bangladesh Earthquake Society (BES), former CEO of government
autonomous body Housing and Building Research Institute (HBRI), Consultant and Designer of
earthquake resilient high-rise buildings, Researcher, and also social activist for having
earthquake resilient building as well as for ensuring affordable housing for low-income people.
His research and innovations are targeted to fulfill the aim of “Sustainable Housing for All” by
2030 thus reducing the carbon emission, saving agricultural land, efficient use of building
materials, having earthquake & disaster resilient construction, and ensuring affordable housing
within the reach of low-income people. Furthermore, the goal is to save Bangladesh from the
curse of clay burn bricks using agricultural topsoil. He has made contributions for making people
aware regarding alternative technologies through electronic and print media all over the world.

Following his graduation from Bangladesh University of Engineering and Technology (BUET),
Mr. Mohammad Abu Sadeque pursued a master’s degree in geotechnical engineering in the same
institution. He studied in Netherlands in order to obtaining his postgraduate diploma in
engineering geology. He worked for different government organizations like the Public Works
Department (PWD), Disaster Management Department and Ministry.

আলোচ্য বিষয় সমূহ

প্রকৌশলী, স্থপতি ও গবেষকগনের উপযোগী এই কর্মশালায় নিম্নলিখিত বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে:
1. Affordable Housing;

2.Sustainability and Sustainable Housing;

3. Life Cycle Analysis;

4. Comparison between Clay Burn Brick & Concrete Hollow Block;

5. Earthquake Disaster and Building Material;

6. Housing Typology & Post Cyclone Scenario;

7.International & National Policy on Housing & Building Materials;

8. Conventional Materials Vs Alternative Materials;

9.Advantage of Ferrocement Technology;

10. Model for Housing of Low-income Group.

যা যা থাকবে

CPD সার্টিফিকেট

লেকচার নোট

একসেস টু রেকর্ডেড সেশন

Don't miss the opportunity !

Days
Hours
Minutes
Seconds
You've missed!